Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা বাসদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৯:২৭

ঢাকা: ওয়াসার বিশুদ্ধ পানির দাম দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ওয়াসা একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানান বজলুর রশিদ। তিনি বলেন, ‘ওয়াসার দায়িত্ব জনগণকে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ করা। বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২০১৬ সালের অক্টোবর থেকে বিশুদ্ধ পানির বুথ স্থাপনের কাজ শুরু করে। এসব বুথ থেকে প্রতি লিটার পানির দাম ৪০ পয়সা নেওয়া হয়। কিন্তু সম্প্রতি ওয়াসা কর্তৃপক্ষ আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার পানির দাম দ্বিগুণ অর্থাৎ ৮০ পয়সা নেওয়ার ঘোষণা দেয়।’

বিজ্ঞাপন

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে জনজীবনে দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। তার উপর ওয়াসার পানির দাম বৃদ্ধি করা হলে জনগণের দুর্দশা আরও বাড়বে। ফলে অবিলম্বে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। একইসঙ্গে মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য ওই বিবৃতিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান বজলুর রশিদ।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বজলুর রশীদ ফিরোজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর