সাংবাদিক রতন সরকার আর নেই
১৪ জুলাই ২০২৩ ১৩:৪৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৩:৪৮
রংপুর: সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার (১৪ জুলাই) জুমার নামাজের পর নীলফামারীর আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে রতন সরকারকে নীলফামারী কেন্দ্রীয় কবর স্থান দাফন করা হবে।
রতন সরকারের ভাই ওয়াজেদুর রহমান কনক জানান, রতন সরকার বৃহস্পতিবার ঢাকা থেকে সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে পৌঁছালে বুকে ব্যথা অনুভব করেন। তাকে তখনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আইসিসিইউতে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রতন সরকার নীলফামারী জেলার প্রগতি পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের ছেলে। সাংবাদিকতার সূত্রে প্রায় দেড় দশক ধরে রংপুরে অবস্থান করছিলেন তিনি।
পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন। নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
পরবর্তীতে সিএসবি নিউজ, এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করছিলেন রতন সরকার।
সারাবাংলা/এমও