Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ১৭:২৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৯:১৭

ঢাকা: মাধ্যমিক বিদ্যালয়গুলোর চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নভেম্বরেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে। সেজন্য মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হলো।’ গ্রীষ্মের ছুটি বাতিল হলেও শীতকালীন ছুটি বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০ জুলাই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল। আজকের ঘোষণার মাধ্যমে সেটি বাতিল করা হলো।

সারাবাংলা/আরএফ/পিটিএম

গ্রীষ্মকালীন ছুটি বাতিল টপ নিউজ ডা. দীপু মনি

বিজ্ঞাপন

মারা গেলেন পোপ ফ্রান্সিস
২১ এপ্রিল ২০২৫ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর