।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
আশুলিয়া (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতীকী সিনেট অধিবেশন করছে আওয়ামী পন্থী শিক্ষকদের একাংশের জোট। শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্টবিরোধী, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, প্রক্টরিয়াল বডির অপসারণ- উপাচার্য প্যানেল ও জাকসু নির্বাচনের দাবিসহ বেশ কয়েকটি দাবিতে জাবিতে প্রতীকী সিনেট অধিবেশন করা হয়।
শনিবার (১২ মে) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
প্রতীকী সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ছাড়াও শিক্ষকরা অংশ নেন। প্রতীকী সিনেট অধিবেশন থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ‘সিনেটের তলবি সভা ডাকার জন্য গত ৫ ফেব্রুয়ারি ৪৬ জন সিনেট সদস্য উপাচার্য বরাবর চিঠি দেন। সিনেট কার্যপরিচালনা বিধি অনুসারে চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে সিনেটের তলবি সভা আহ্বান করার কথা। কিন্ত ৯৫ দিন পেরিয়ে গেলেও উপাচার্য সভা আহ্বান করেননি। তাই আজ এই প্রতীকী সিনেট অধিবেশন’।
তিনি আরও বলেন, ‘দাবি গুলো দ্রুত বাস্তবায়ন না হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে’।
সারাবাংলা/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook