Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই কক্ষে একাধিক শাখার শিক্ষার্থীদের পাঠদান না করার নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ১৬:০৭

ঢাকা: একাধিক শাখার শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে পাঠদান করা যাবে না। এটি বন্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী এই নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একইসঙ্গে এক কক্ষে এনে শ্রেণি পাঠদান করানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায়, নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করা হলো। বিষয়টি অতি জরুরি বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

নির্দেশনা পাঠদান মাউশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর