Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়িচাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ১৬:১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভানোর গাড়ির চাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের মেয়ের জামাই মকবুল হোসেন জানান, সিরাজুলের গ্রামের বাড়ি গিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মোল্লাপাড়ায়। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার মাজদাইল এলাকায় থাকতেন। পেশায় তিনি ইজিবাইক (স্থানীয় নাম মিশুক) চালক ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী আরেক মিশুক চালক মোহাম্মদ সোহেল জানান, সকাল ১১টার দিকে ফতুল্লা চাষাড়া এলাকায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি দুইটি মিশুক ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে মিশুক চালকসহ বেশ কয়েকজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সিরাজুল ইসলাম নামের একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথিমধ্যে চালক জাহাঙ্গির হোসেন অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার, ইজিবাইকসহ বেশ কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে অনেকেই আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর