Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টন দখলে নিয়েছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২০:৩৮

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর দলটির কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। একইসঙ্গে রায়টকার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডিএমপি থেকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। তাই কাউকে এই এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না। সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পুলিশ অবস্থান নিয়েছে।’

এদিকে নয়াপল্টন এলাকায় যাতে বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করতে না পারে সেজন্য দলীয় কার্যালয়ের সামনে দু’দিকে ব্যারিকেড বসানো হয়েছে। এছাড়া ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড বসিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।

নয়াপল্টন এলাকা, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, দৈনিক বাংলা, পুরানা পল্টন ও বিজয় নগর এলাকায় রায়টকার, জলকামান মোতায়েন রাখা হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসব এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকেও তল্লাশির আওতায় আনছে পুলিশ। পরিচয়পত্র দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘অনুমতি ছাড়া নয়াপল্টন এলাকায় বিএনপি ছাড়া সমাবেশ করতে পারবে না। তাই পুলিশ অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের প্রস্তুতি রয়েছে।’

এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে রায়টকার ও জলকামান মোতায়েন করা হয়েছে।’

বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী করণীয় ঠিক করতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সারাবাংলা/ইউজে/এনএস

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর