Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে লোডশেডিং কেন— পিডিবি কর্মকর্তাকে সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২০:৪৯

চট্টগ্রাম ব্যুরো: মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে নাগরিক ভোগান্তি তুলে ধরতে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সুজন বলেন, ‘গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং কেন হচ্ছে, আপনারা করছেন কি?’ জবাবে যথারীতি ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে’ অজুহাত হিসেবে তুলে ধরেছেন পিডিবি কর্মকর্তা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নগরীর আগ্রাবাদে পিডিবির প্রধান প্রকৌশলী রেজাউল করিমের দফতরে যান নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

এ সময় সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং কেন? গভীর রাতে বিদ্যুৎ থাকছে না, একবার গেলে এক-দেড় ঘণ্টা পরও আসছে না। গভীর রাতে কি বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, এটা কেন হবে? একে তো অসহ্য গরম, লোডশেডিংয়ের কারণে মানুষ ঘুমাতে পারছে না। মানুষ অসুস্থ হয়ে পড়ছে, রোগীদের ভোগান্তি আরও বেড়েছে। এমনকি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রে পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।’

পিডিবি কর্মকর্তার উদ্দেশে তিনি আরও বলেন, ‘এমন অবস্থা মেনে নেওয়া যায় না। আমরা রাজনৈতিক কর্মী, মানুষ আমাদের কাছে এসে ভোগান্তির কথা বলছেন। এলাকাভিত্তিক লোডশেডিংয়ের নির্দেশনা আপনার অধীন বিভিন্ন জোনগুলোতে মানা হচ্ছে না। বিশেষ করে স্টেডিয়াম ও নিউমুরিং বিতরণ বিভাগের এলাকাগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। এখানে সর্ষের মধ্যে কোনো ভূত আছে কি না দেখবেন। নিউমুরিংয়ের দায়িত্বপ্রাপ্তরা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন।’

জবাবে পিডিবির প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘হঠাৎ করেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বকে একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশও এ পরিস্থিতির শিকার। জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে সংকট তৈরি হয়েছে। গরমের কারণে চাহিদাও বেড়েছে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম। জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। আগস্টের মধ্যে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণ উৎপাদনে যাবে। তখন চট্টগ্রামে বিদ্যুতের সমস্যা কমবে।’

এ সময় আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, মো. হোসেন, মো. শাহজাহান, ছালেহ আহমদ জঙ্গী, সাহেদ বশর, সমীর মহাজন লিটন, নগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহাম্মেদ ইমু, মো. কাইয়ুম ও শুভ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর