ঢাকা: আগামীকাল শুক্রবার রাজনৈতিক সমাবেশের অনুমতি দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানাবেন ডিএমপি কমিশনার। এমন তথ্যই জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপ কমিশনার ফারুক হোসেন।
তাজিয়া মিছিল, ভিভিআইপি প্রটোকল ও এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে কারণ হিসেবে বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডিসি ফারুক হোসেন।
অনুমতি না পেলে সমাবেশ করতে পারবে না বিএনপি। পাশাপাশি শান্তি সমাবেশও করতে পারবে না আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনও।