Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪ বছর বয়সে ইউপি সদস্যের এসএসসি পাস


২৮ জুলাই ২০২৩ ১৭:১৪

মো. শামীম মৃধা

গাজীপুর: জেলার শ্রীপুরে ৩৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম মৃধা। মহানগরীর পূবাইল পলিটেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

শামীম মৃধা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

এই বয়সে এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শামীম মৃধা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে এসএসসি পাশ সাটিফিকেট লাগবে এমন চিন্তা থেকে স্কুলে ভর্তি হয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ আজ আমার আশা পূরণ করেছেন। আমি মনে করি বাংলাদেশে এমন একটি আইন বাস্তবায়ন করা উচিত, এতে করে আমার মতো সবাই এসএসসি পাশ করতে আগ্রহী হবে। শিক্ষিত লোকজন চেয়ারম্যান, মেম্বার হলে জনসাধারণও ভালো সেবা পাবে।’

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘শামীম খুবই ভালো মনের মানুষ। তাকে অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নাই, মেম্বার শামীম মৃধা তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।’

মো. শামীম মৃধা