Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এলো ইতালির যুদ্ধ জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৮:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ইতালির নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইটিএস মরোসিনি। রোববার (৩০ জুলাই) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়।

এসময় রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর বাদকদলের বাদ্যের তালে জাহাজটিকে বরণ করে নেয়া হয়। এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে আইটিএস মরোসিনি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ অভ্যর্থনা জানায়। ইতালির জাহাজটিতে ১৩০ জন কর্মকর্তা ও নাবিক আছেন। অধিনায়কের দায়িত্বে আছেন কমান্ডার জিওভান্নি মন্নো।

চারদিনের সফরে জাহাজটির অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে ‘বিএন আশার আলো’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিসহ দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

সফর শেষে জাহাজটি ২ আগস্ট ইতালির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর