Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, ২ খাদ্য কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ২৩:০২

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় কুলপালা গ্রামে চুয়াডাঙ্গা-মেহেরেপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা নজরুল ইসলাম (৫৮) ও খাদ্য উপ-পরিদর্শক সাইদুর রহমান (৩৫)।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম ভুঁইয়া জানান, নিহত দুই খাদ্য কর্মকর্তার বাড়ি মেহেরপুর। তারা অফিসের কাজ শেষে তারই অনুমতি নিয়ে মোটরসাইকেলে চেপে বাড়ি যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিতে সময় লাগবে। সোমবার লাশের ময়নাতদন্ত করে দাফনের জন্য তাদের স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘দু’জন খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন। এর বেশি আমি কিছু জানি না।’

সারাবাংলা/আরআর/পিটিএম

খাদ্য কর্মকর্তা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর