Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে অংশ নেওয়ার আভাস বিএনপির: বিদেশি পর্যবেক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৮:৫৩

ঢাকা: বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে এমন আভাস দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্য ও যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান টেরি এল ইসলে সাংবাদিকদের বলেছেন, বিএনপি আমাদের সঙ্গে বৈঠক বাতিল করেছে, কিন্তু দলটির সদস্যদের সঙ্গে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তারা নির্বাচনে অংশ নেবে বলে আমাদের আভাস দিয়েছে। সরকারি দলের প্রতিনিধি বলেছেন, তারাও বিএনপিকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছেন।’

বিজ্ঞাপন

ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বাংলাদেশের নির্বাচনি পরিবেশ দেখতে সফরে আসছে একটি আন্তজার্তিক পর্যবেক্ষক দল। দলটি গত কয়েকদিনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। সেই ধারাবাহিকতায় সোমবার (৩১ জুলাই) দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান টেরি এল ইসলে আরও বলেন, ‘সরকার ও পার্লামেন্টে দলটি তার বৈধ ভূমিকা রাখতে পারে। বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না-ও করে, তবে দলটির অনেক সদস্য বলেছেন, তারা নির্বাচনে অংশ নেবেন।’

বিএনপির সেই সদস্য কারা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তাদের নাম বলতে পারব না। আমরা গোপনীয়ভাবে অনেক কিছু করি, যা আপনারা বুঝতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান থেকে এসেছি। এই তিন দেশই বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে তাতে আমাদেরও স্বার্থ রয়েছে। আমরা সবাইকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি অতীতের মতোই সরকারি যে কোনো পদক্ষেপ সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবে নির্বাচন কমিশন।’

টেরি এল ইসলে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকার বা ক্ষমতাসীন দলকে ভয় পায় না। বাংলাদেশের উত্তরাঞ্চলে গাইবান্ধায় একটি ঘটনায় নির্বাচন বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। সরকার জোরালোভাবে এর বিরোধিতা করেছে। কিন্তু নির্বাচন কমিশন সরকার ও ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং তারা বিজয়ী হয়েছে।’

বিজ্ঞাপন

পর্যবেক্ষক দলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পউল, জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউসুকি সুগু এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী এনডি লিন।

সারাবাংলা/জেআর/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর