Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির সমাবেশে সংবাদকর্মীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ২২:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির জনসমাবেশে এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা একে ধাক্কাধাক্কি বলে জানিয়েছেন।

সোমবার (৩১ জুলাই) নগরীর কাজীর দেউড়ি মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নূর মোহাম্মদ সড়কে এ ঘটনা ঘটে।

সারাবাংলার হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে, ডিবিসি নিউজ, চট্টগ্রামের ক্যামেরাপারসন আনোয়ার হোসাইনকে কিল ঘুষি মারার চেষ্টা করছেন তিন থেকে চারজন যুবক। তাকে বাঁচাতে গিয়ে ওই যুবকদের রোষানলে পড়েন একই টিভি চ্যানেলের সংবাদকর্মী মুজিবুল হক ও চ্যানেল ২৪ চট্টগ্রামের ইভান মীর। এসময় বিএনপির ওই কর্মীরা ইভান মীরকে দেখে নেবে বলেও হুমকি দেয়।

জানতে চাইলে ডিবিসি নিউজ, চট্টগ্রামের ক্যামেরাপারসন আনোয়ার হোসাইন সারাবাংলাকে বলেন, ‘বিএনপির প্রোগ্রাম শেষে সবাই যার যার মতো চলে যাচ্ছিলো। তখন আমি রাস্তার মাঝখানে আইল্যান্ড দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। পরে কয়েকজন যুবক এসে আমাকে ওখানে থেকে নামতে বলে যেনো তারা ওপারে যেতে পারে।’

‘যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল তাই আমি তাদের একটু কষ্ট করে উঠে পার হতে বলি। এটি বলার কারণেই তারা আমাকে শার্ট ধরে নামানোর চেষ্টা করে। এরপর আমি আমার সহকর্মীকে ক্যামেরাটা ধরতে বলি। এ সময় তারা আমার ঘাড়ে সজোরে ঘুষি মারে। আমাকে বাঁচাতে এসে আরও কয়েকজন সংবাদকর্মী তাদের কাছে লাঞ্চিত হয়েছে।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সারাবাংলাকে বলেন, ‘সামনে যেতে গিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এটি আমি পরে ওই সংবাদকর্মীদের কল করে বলেছি যারাই এর সঙ্গে জড়িত থাকুক অ্যাকশনে নেব। ছবি কিছু কালেক্ট করেছি। এর মধ্যে একজনকে চিনতে পেরেছি। সে একসময় ছাত্রদল করত। এখন যেহেতু ছাত্রত্ব নেই যুবদলের সঙ্গে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক আমরা ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

নগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘ঘটনার পরই নগর বিএনপির সেক্রেটারি বক্কর ভাইসহ আমি গিয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলেছি। এটা তেমন কিছু নয়।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলেন, ‘আমি তো ঘটনাস্থলেই ছিলাম। শেষপর্যন্ত ছিলাম। এরকম কিছু চোখে পড়েনি।’

সারাবাংলা/আইসি/একে

টপ নিউজ বিএনপির সমাবেশ সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর