Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধে বিকাশ ও আম্বালার চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
৩১ জুলাই ২০২৩ ২৩:৩১

ঢাকা: ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি চুক্তি সই করেছে আম্বালা ফাউন্ডেশন। এই চুক্তির ফলে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটির ৬০ হাজার সদস্য বিকাশের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজে, নিরাপদে এবং দ্রুততার সঙ্গে ঋণের মাসিক কিস্তি পরিশোধের সুযোগ পাবেন। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানের জন্যও কিস্তি আদায় ব্যবস্থাপনা হবে আরও সহজসাধ্য ও কার্যকর।

বিজ্ঞাপন

সম্প্রতি বিকাশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ শিকদার ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আম্বালা ফাউন্ডেশনের দেশজুড়ে রয়েছে ১৭৫টি শাখা এবং ৬০ হাজার সদস্য। বিকাশের সঙ্গে করা চুক্তিটির ফলে আম্বালা ফাউন্ডেশনের সদস্যরা এখন বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি কোডের মাধ্যমে সহজেই ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।

সারাবাংলা/পিটিএম

আম্বালা ক্ষুদ্রঋণ বিকাশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর