Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৩:৪২ | আপডেট: ১ আগস্ট ২০২৩ ১৫:২৫

রংপুর: প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনাকে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জে এক যুবককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।‌

আটক ওই ব্যক্তির নাম হাবিব বিন মিজান (২৮)। তিনি উপ‌জেলার টুকু‌রিয়া ইউনিয়‌ন পরিষদের গন্ধবপুর গ্রা‌মের বাসিন্দা। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পীরগ‌ঞ্জ উপজেলায় বিদ্যুৎ সমস্যা নিয়ে হাবিব বিন মিজান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। এ নিয়ে পীরগঞ্জে আলোচনা শুরু হয়। পরে কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ওই ব্যক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দেন। এরপরেই পীরগঞ্জ থানার পুলিশ গন্ধবপুর গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যান।

ওসি বলেন, হাবিব বিন মিজানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

কটূক্তি প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর