Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেচলাইন কেটে দিয়েছে পল্লী বিদ্যুৎ, মালিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৩ ১৬:৪৭

বগুড়া: সারিয়াকান্দিতে পল্লী বিদ্যুতের সেচলাইন কাটার প্রতিবাদে মালিকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় পাবলিক মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে যায়।

চলতি আমন মৌসুমে সেচ লাইন না কাটার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের নিকট দাবি জানিয়ে সেখানে বিক্ষোভ করেন সেচ মালিকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার সেচ মালিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সেচ মালিকরা ফিরে যান।

বিজ্ঞাপন

এসময় সেচ মালিক পারতিতপরল গ্রামের সুরুজজ্জামান, কাঁটাখালি গ্রামের মাহফুজার রহমান, তাজুরপাড়া গ্রামের বুলু ব্যাপারী, সুতানারা গ্রামের নূর আলম, চরবরুরবাড়ী গ্রামের ওসমান গনিসহ শতাধীক সেচ মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন ফুলবাড়ী ইউনিয়নের রামনগর প্রামে পশ্চিম পাড়ার নিকট সেচ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিষ মালিকসহ ৬টি মহিষ ঘটনাস্থলেই নিহত হয়। সে ঘটনার পর থেকে ঝুঁকিপূর্ণ সেচ লাইন কাটতে অভিযানে নামে পল্লী বিদ্যুতের লোকজন। ইতোমধ্যে অর্ধশতাধিক লাইন কাটা হয়েছে বলে জানিয়েছেন সেচ মালিকরা।

সারাবাংলা/এমও

পল্লী বিদ্যুৎ বিক্ষোভ সেচলাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর