চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় সরানো হলো ২৫০ পরিবার
৫ আগস্ট ২০২৩ ২১:৫৮
চট্টগ্রাম ব্যুরো: আবহাওয়া বিভাগ থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাহাড় ধসের আশঙ্কার পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত প্রায় ২৫০ পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে নগরীর আকবর শাহ থানার বিজয়নগর ও ঝিল পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসনের টিম। নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ এ অভিযানে অংশ নেয়।
সহকারী কমিশনার উমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘দু’দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ে বসবাসরতদের জানমাল রক্ষায় আমরা ছয়টি সার্কেলে ভাগ করে মাইকিং করেছি। মানুষজনকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কিছুসংখ্যক মানুষ স্বেচ্ছায় সরে গেছেন। এরপর আজ (শনিবার) সন্ধ্যায় অভিযান চালিয়ে ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়েছি।’
অভিযানের একপর্যায়ে রাতে পাহাড়ে হাজির হন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। ২৫০ পরিবারের লোকজনকে সেখানে নেওয়া হয়েছে। তাদের প্রতিবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
সন্ধ্যায় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৬৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আমবাগান আবহাওয়া অফিস ৮৬ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল সারাবাংলাকে বলেন, ‘পাহাড়ধস হতে পারে। জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম