বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা
৫ আগস্ট ২০২৩ ২৩:৪৪
ঢাকা: ২০২৩-২০২৫ মেয়াদে দুই বছরের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা। শনিবার (৫ আগস্ট) ঢাকার লালমাটিয়ায় বাপা কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।
বাপা’র নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন। কার্যনির্বাহী কমিটির ১২ জন সহসভাপতি হলেন- অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক নজরুল ইসলাম (বেন), অধ্যাপক এম ফিরোজ আহমেদ, ড. আতিউর রহমান, ডা. মো. আব্দুল মতিন, প্রকৌশলী তাকসিম এ খান, মহিদুল হক খান, খুশি কবির, ড. মোস্তাফিজুর রহমান, ড. মো. খালেকুজ্জামান, অধ্যাপক এম শহীদুল ইসলাম এবং স্থপতি ইকবাল হাবিব।
কার্যনির্বাহী কমিটির ১০ যুগ্ম সম্পাদক হলেন- মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা, ড. মাহবুব হোসেন, হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার, হুমায়ুন কবির সুমন, আমিনুর রসুল, এস এম মিজানুর রহমান, ফরিদুল ইসলাম ফরিদ ও নূর আলম শেখ। এ ছাড়াও কার্যনির্বাহী কমিটিতে সদস্য রয়েছেন ১৬ জন।
সারাবাংলা/আরএফ/পিটিএম