Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২ বাসের মাঝে চাপা পড়ে হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৩ ১৪:৩২

ঢাকা: রাজধানীর মিরপুরে দুই বাসের মাঝখানে চাপা পড়ে জিসান (১৭) এক বাসের হেলপার নিহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকালে মিরপুর এক নম্বর চাইনিজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিসান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মিরপুর শ্যাওড়াপাড়া এলাকায় থাকতেন। তিনি মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর গামী পরিস্থান বাসের হেলপার ছিলেন।

হাসপাতালে পরিস্থান বাসের আরেক গাড়ি চালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান বাসটি মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। সেই বাসের হেলপার ছিলেন জিসান। বাসটি মিরপুর এক নম্বর চাইনিজের বিপরীত পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিলেন। প্রজাপতি নামের আরেকটি বাস তাদের বাসের পাশাপাশি চলে আসে। এসময় পরিস্থান বাসটি চলতে শুরু করলে জিসান দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুই বাসের রেষারেষির মাঝে পড়ে গুরুতর আহত হয় এক বাসের হেলপার। পরে হাসপাতালে মারা যায়। ঘটনার পরপরই পরিস্থান ও প্রজাপতি নামে দুটি বাস জব্দ ও দুই চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর