‘নতুন আইনে মানহানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে জরিমানা থাকছে’
৭ আগস্ট ২০২৩ ১৬:৫৮
ঢাকা: ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’-এ মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকছে না। তবে জরিমানা থাকছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বদলে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হয়েছে। আইনটি বাতিল করা হয়নি। অনেকগুলো ধারায় বড় বড় সংশোধনী আনা হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগে কারাদণ্ডের বিধান ছিল। অনেক সাংবাদিক বলেছেন আমাকে আইনটি স্বাধীন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে, বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি।
তিনি আরও বলেন, নতুন আইনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে, সাইবার সিকিউরিটি আইন নামে পরিবর্তিত আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ আগস্ট) প্রধামন্ত্রীন শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সারাবাংলা/জেআর/এনইউ