রংপুর: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত।
সোমবার (৭ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম শ্যামল কুমার রায় ওরফে শিমুল (২৩)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জের হরবানিনগর এলাকার চিত্তরঞ্জন রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমীন তালুকদার।
তিনি জানান, কোরআন শরীফ ও মহানবীকে (সা.) অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ১৮ অক্টোবর কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় কামরুজ্জামান রাজু। এ ঘটনায় পুলিশ চার্জশিট দিলে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্যামলকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেন বিচারক।
এদিকে এই রায়ে আসামিপক্ষ ন্যায়বিচার পাইনি উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী শিপন সাহা জানান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।