Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ সেপ্টেম্বর থেকে ফের চীনের গুয়াংজুতে চলবে বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১১:৫১

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৪ সেপ্টেম্বর থেকে চীনের গুয়াংজুতে ফের ফ্লাইট অপারেশন করবে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান। সোমবার (৭ আগস্ট) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জিএম) তাহেরা খন্দকার।

তিনি জানান, আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৬৬ হজরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, বিমানেরযেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এরুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

তাহেরা খন্দকার আরও জানান, ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে।

অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ৪টায়।

বিজ্ঞাপন

গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

সারাবাংলা/এসজে/এমও

বিমানের ফ্লাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর