Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ প্রদর্শনী উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৭:৩৭

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনী আয়োজন করেছে বাংলা একাডেমি।

মঙ্গলবার (০৮ আগস্ট) বাংলা একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘প্রেরণায় বঙ্গমাতা, চেতনায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক এ প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময়  বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, একাডেমির সচিব (ভারপ্রাপ্ত) ড. মো. হাসান কবীর, পরিচালক-উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর