Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়িতে বালুর ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৭:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবককে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বালুর ব্যবসা নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে স্থানীয়রা বলেছেন, পাহাড়ি ঢলে নেমে আসা কাঠ সংগ্রহের সময় দু’পক্ষের মারামারিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কুলালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন নয়ন (৩২) উপজেলার দক্ষিণ খিরাম গ্রামের বাসিন্দা। কুলালপাড়ায় তার নানার বাড়ি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা সারাবাংলাকে বলেন, ‘সড়কে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। নিহতের মাথার বামপাশে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, বালির ব্যবসা নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে বিরোধ আছে। এর জেরে খুন হতে পারে।’

তবে স্থানীয় লোকজন জানিয়েছে, উপজেলার সর্তা খালের উজান থেকে পানির স্রোতে ভেসে আসা সেগুন কাঠ সংগ্রহ করতে গিয়েছিল নয়ন। দক্ষিণ খিরামের কয়েকজন যুবকও একই কাঠ সংগ্রহে যায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে মাথায় ধারালো বস্তুর আঘাতে নয়ন মারা যান।

এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি নুরুল হুদা।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর