রাজধানী জুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী
৯ আগস্ট ২০২৩ ১৯:১১
ঢাকা: যানজটে নাকাল ঢাকাবাসীর আরেক দুর্ভোগের নাম জলাবদ্ধতা। বর্ষাকাল এলে যানজটের সঙ্গে যোগ হয় জলজট। এই দুই জট রাজধানীবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে দেয়। বুধবার (৯ আগস্ট) রাজধানীতে ঘণ্টা খানেকের বৃষ্টিতে ছোট-বড় সড়কগুলো ডুবে গেছে। বাদ যায়নি নিচু এলাকার দোকানপাটও।
রাজধানীর কাকরাইল, পল্টন, শান্তিনগর, রাজারবাগ, মৌচাক, মগবাজার ঘুরে দেখা গেছে, কোথাও হাঁটুর ওপর পানি, কোথাও আবার কোমর পর্যন্ত। এর মধ্যে যোগ হয়েছে যানজট। অফিস ছুটির পর পরই বৃষ্টি হওয়ায় সড়কে জল, যান আর জনজটে একাকার।
বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হারুন অর রশিদ। সারাবাংলাকে তিনি বলেন, ‘বৃষ্টি কমার পরে অফিস থেকে বেরিয়েছি। কিন্তু কোনো পরিবহন পাইনি। পল্টন থেকে হেঁটে শান্তিনগর পর্যন্ত আসছি কোনো গাড়ির দেখা নাই। পানি না থাকলে হাঁটা যেত। কিন্তু সামনে যে পরিমাণ পানি দেখতে পাচ্ছি তাতে মনে হয় আর এগুনো যাবে না।’
ব্যাংক এশিয়ার কর্মী হাসিনা ইসলাম সারাবাংলাকে বলেন, ‘অফিসের গাড়িতেই যাওয়া-আসা করি। আজ একটা কাজ থাকায় দেরি করে বেরিয়েছি। আর আজই পড়েছি দুর্ভোগে। জানি না বাসায় কী করে পৌঁছাব।’
এদিকে, মূল সড়কের পাশাপাশি দেখা গেছে অলিগলিও ডুবে গেছে পানিতে। পানি উঠে গেছে দোকানপাটেও। শান্তিনগরের দোকানদার মোজাম্মেল সারাবাাংলাকে বলেন, ‘কোনোরকমে মালামাল সরিয়েছি। কিন্তু অনেককিছুই পানিতে ভিজে গেছে।’
শান্তিনগর কাঁচাবাজারে পানি হাঁটু সমান। সেখানকার ব্যবসায়ী হেমায়েত উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘সবজি ভেসে যাওয়ার পরিস্থিতি হয়েছে। এখন কীভাবে সামলাব বুঝতে পারছি না।’
জলাবদ্ধতার কারণে সড়কে গাড়ি অকেজো হয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে বাস, সিএনজির মেশিনে পানি ঢুকে মাঝপথেই বিকল হয়ে গেছে। গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটের আকাশ পরিবহনের হেল্পার জসিম সারাবাংলাকে বলেন, ‘অতিরিক্ত পানির কারণে বাস বন্ধ হয়ে গেছে। সব যাত্রী নামিয়ে দিয়ে ঠেলেঠুলে পাশে রেখে দিয়েছি। পানি কমলে মেরামত করে নিয়ে যাওয়া হবে।’
রাজধানীর জলাবদ্ধতা কমাতে ওয়াসার আওতায় থাকা ২৬টি খাল দুই সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে বেশ আগেই। তাতেও আশানুরূপ কোনো সুফল চোখে পড়েনি। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম প্রায় সময়ই জলাবদ্ধতা কমাতে নানা উদ্যোগের কথা বলে থাকেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই জলজট ও যানজটে নাকাল রাজধানীবাসী। এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে সারাবাংলাকে তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে।’
সারাবাংলা/জেআর/পিটিএম