Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিস্টালমেথ পাচার: এক রোহিঙ্গার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ১৯:৩৮

কক্সবাজার: কক্সবাজারে ক্রিস্টালমেথ (আইস) পাচার মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। মামলার রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর।

সাজাপ্রাপ্তরা হলেন-টেকনাফ হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে সৈয়দুল ইসলাম।

মামলার নথির বরাতে অ্যাডভোকেট দীলিপ কুমার ধর বলেন, ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবর পায় বিজিবি। এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটকের দেহ তল্লাশি করে গামছা মোড়ানো অবস্থায় এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে তাকে এ শাস্তি দেওয়া হয়।

সারাবাংলা/এনইউ

যাবজ্জীবন রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর