Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে জাবিতে বিক্ষোভ


১৩ মে ২০১৮ ১৩:১২ | আপডেট: ১৩ মে ২০১৮ ১৩:১৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া (ঢাকা): কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

রোববার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। মিছিলে এসময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিল থেকে শিক্ষার্থীরা দ্রুত কোটা প্রজ্ঞাপন জারির দাবি জানান। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

এর আগে কোটা সংস্কারের আন্দোলনের দাবির মুখে জাতীয় সংসদ অধিবেশনে কোটা ব্যবস্থা বাতিল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর