Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১১:৫৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ ১৩:০৭

রাজশাহী: রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ করার সময় পরে গিয়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঁঠার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ছিলেন ওই যুবক। ট্রেনটি ডিঙ্গাডোবাতে পৌঁছালে অজ্ঞাত ওই যুবক ট্রেনের সামনে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে তার পরিবারে জানানো হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে।

সারাবাংলা/এমই/এনএস

রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর