Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার সরকার সবার উপরে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১৩:৪২

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দে‌শে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। তিনি যা স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন করেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় স্থান পাবে। দেশব্যাপী ফ্লাইওভার, রাস্তা, ঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই সম্ভব হয়েছে। বিগত সব সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবার উপরে স্থান করে নিয়েছে। দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রোববার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী, গন্ধর্বপুর উত্তরপাড়া ঈদগাঁহ, গন্ধর্বপুর দক্ষিণপাড়া সাইনবোর্ড, কর্ণগোপ, মাসাবো, বরপা এলাকায় আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুকন্যা শেখ হা‌সিনা দেশ‌কে সর্ব‌ক্ষে‌ত্রে এগি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন উল্লেখ ক‌রে গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পদ্মা‌সেতুসহ দে‌শে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন ক‌রেছেন। পদ্মা সেতুর বাস্তবায়নের মাধ্যমে গোটা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে। সব ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলা‌দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলাদেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপশক্তির মাধ্যমে সু-কৌশলে বিএনপি-জামায়াত ‌জোট ক্ষমতায় আসতে চায়। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত বিএনপি।’

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের কমান্ডার আমান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

সারাবাংলা/এমও

বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনার সরকার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর