Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী-শিশুসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, দুই পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৩ ১১:০৫

কক্সবাজার: কক্সবাজার শহরে ‘পাচারের উদ্দেশে জড়োকালে’ নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টায় কক্সবাজার শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। আটক দুই পাচারকারী নাম ও পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ১০ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। এসব শিশুদের বয়স ১ থেকে ৫ বছর। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

সোমবার (১৪ আগস্ট) কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাতে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘবদ্ধ পাচারকারীরা রোহিঙ্গাদের পাচারের উদ্দেশে জড়ো করার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে তল্লাশি করে বিক্ষিপ্তভাবে অবস্থান করা ৩৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘সংঘবদ্ধ পাচারকারী চক্রের লোকজন ক্যাম্প থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনযোগে নিয়ে এসেছিল। পাচারের উদ্দেশে এসব রোহিঙ্গাদের জড়ো করা হয়েছিল।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান রফিকুল।

সারাবাংলা/এমও

পাচারকারী রোহিঙ্গা

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর