Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৩ ১২:০৬

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমদেকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় পলাতক থাকায় রেদোয়ান আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আক্তারুজ্জামানের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরিকে খালাস দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনে হাট-বাজার থেকে প্রতি বছর যে টাকা মন্ত্রণালয় পায় তার চার ভাগ টাকা দুঃস্থ ও বেকার মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে দেওয়া হয়, যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এই টাকা জমা রাখার জন্য সোনালী ব্যাংক মগবাজার শাখায় একটি হিসাব রয়েছে। ২০০২ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান রেদোয়ান আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদের অর্থসচিব শাহ আলম এ অর্থের জিম্মাদার হিসেবে বহাল থাকাবস্থায় ওই হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।

২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম রমনা থানায় রেদোয়ান আহমেদ ও শাহ আলমের বিরুদ্ধে এই মামলা করেন। একই বছরের ৮ অক্টোবর মামলাটি তদন্তের করে সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের পর উচ্চ আদালতে যান রেদোয়ান আহমদ। ফলে দীর্ঘদিন মামলার বিচার বন্ধ ছিল।

বিজ্ঞাপন

২০২০ সালের ২০ আগস্ট এক আসামিকে অব্যাহতি দিয়ে আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সারাবাংলা/এআই/এমও

কারাদণ্ড গ্রেফতারি পরোয়ানা সাবেক প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর