যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় চারজনের মৃত্যু হলো। রোববার (১৩ আগস্ট) রাতে মারা যান তিনি।
সাবু বিশ্বাসের বাড়ি সদর উপজেলার বাউলিয়া গ্রামে। গতরাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
এদিকে জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ৬৫১ জন। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫৮১ জন। যশোরের
চারটি সরকারি হাসপাতালে মোট ভর্তি আছেন ৭০ জন।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।