Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৩ ১২:২১

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌ব পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুকে ভুলবে না। বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ আগস্ট) সকা‌লে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বে পৌরসভা কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র হাছিনা গাজী।

তারা‌ব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌মের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, তারাবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বে পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, কাউন্সিলর আক্তার হো‌সেন মোল্লা, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকা‌রিয়া, কাউন্সিলর আনোয়ার হো‌সেন ও কাউন্সিলর জোসনা বেগম প্রমুখ।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আলোচনা সভা তারাব পৌরসভা মেয়র শোক দিবস হাছিনা গাজী

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর