আমদানি-রফতানির আড়ালে অর্থ পাচাররোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
১৬ আগস্ট ২০২৩ ২১:৩১
ঢাকা: বাণিজ্যের আড়ালে দীর্ঘদিন ধরে দেশ থেকে অর্থ পাচারের ঘটনা ঘটছে। এসব অর্থপাচারের ঘটনার একটা বড় অংশ আমদানি-রফতানির আড়ালে বেশি অর্থ পাচার হচ্ছে। বিশেষ করে ওভার ইনভয়েসিং (আমদানিতে মূল্য বেশি দেখানো) এবং আন্ডার ইনভয়েসিংয়ের (রফতানিতে মূল্য কম দেখানো) মাধ্যমে এসব অর্থ পাচার করা হয়। এভাবে অর্থপাচার রোধে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এই নির্দেশনা দেয়া হয়। সভা শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ওভার ইনভয়েসিং নিয়ে কাজ করেছে। আগে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থপাচার হতো তা এখন অনেকটা কমে এসেছে। তবে এখনও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যাপক অর্থপাচার হচ্ছে। তাই বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে গভর্নর।’
উল্লেখ্য, গত ডিসেম্বর এক অনুষ্ঠানে আমদানি-রফতানির আড়ালে অর্থপাচার হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আমদানিতে ওভার ইনভয়েসিং আর রফতানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসের মাধ্যমে বিদেশে অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ওভার ইনভয়েস হয়েছে।
সারাবাংলা/জিএস/এমও