Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ওপর বোমা হামলার হুমকির তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে তদন্তের অগ্রগতি জানিয়ে পুলিশ জানিয়েছে, নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইলে রুশ ভাষায় লেখা একটি সতর্ক বার্তা এসেছে। বার্তায় বোমা হামলার বিষয়ে হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মুম্বাই পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইমেইলের সূত্র ধরে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা সব দিক বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছি।’

বিজ্ঞাপন

ভারতে চলতি বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং এয়ারলাইন্সসহ বিভিন্ন স্থানে শত শত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) দিল্লির অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের হুমকি মেইল পাঠানো হয়।

ভারতীয় বিমানবন্দর ও এয়ারলাইন্স চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রায় এক হাজার বোমা হামলার হুমকি পেয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ গুণ বেশি। তবে এখন পর্যন্ত পাওয়া সব হুমকিই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

পুলিশের ধারণা, এসব হুমকির পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। তবে রিজার্ভ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে। তদন্তের পরই প্রকৃত তথ্য জানা যাবে বলে কর্মকর্তারা জানান।

সারাবাংলা/এনজে

কেন্দ্রীয় ব্যাংক ভারত হামলা হুমকি

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর