Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর হাতে হৃদি হকের ছবির পোস্টার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ২০:৫০

অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক নির্মাণ করেছেন ‘১৯৭১: সেই সব দিন’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার (১৮ আগস্ট)। মুক্তির আগ মুহূর্তে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ছবির টিমের পক্ষ থেকে পোস্টার তুলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পোস্টারটি তুলে দিয়েছেন নির্মাতা হৃদি হক, অভিনয়শিল্পী লাকী ইনাম, চিত্রনায়ক ফেরদৌসসহ আট সদস্যের প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

হৃদি হ পরিচালিত প্রথম ছবি এটি। তিনি বলেন, ‘১৯৭১ সেই সব দিন– তীব্র ভালোবাসা আর আশাআকাঙ্ক্ষার গল্প। শুধু সময়টা ১৯৭১। তাই এর গল্প দর্শককে কাঁদাবেহাসাবে সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে।’

১৯৭১: সেই সব দিন‘-এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।

সারাবাংলা/এনআর/এজেডএস

১৯৭১: সেই সব দিন পোস্টার প্রধানমন্ত্রী হৃদি হক

বিজ্ঞাপন

বিজয়ের মাসে ‘নয়া মানুষ’
২১ নভেম্বর ২০২৪ ১৮:২১

আরো

সম্পর্কিত খবর