কক্সবাজার: টেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব-১৫। এসময় ফয়সাল বাহিনীর প্রধানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে র্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দু’টি এক নলা লম্বা বন্দুক, চারটি এলজি, একটি অর্ধনির্মিত এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি মোবাইলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হ্নীলার রঙ্গিখালীর গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক।