‘তারা বিদেশি শক্তির ওপর ভর করে মসনদে বসতে চায়’
১৯ আগস্ট ২০২৩ ২০:১৩
চট্টগ্রাম ব্যুরো: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে সিপিবি কোতোয়ালি থানা শাখা এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধুমাত্র ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতার মসনদে বসতে চায়। হামলা, মামলা, নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে’
তিনি আরও বলেন, ‘দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এখন আমাদের দেশে নেই। বর্তমান সংসদ না ভেঙে নির্বাচন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থার আমূল সংষ্কার করতে হবে। পুরো ব্যবস্থা বদল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে।’
সভাপতির বক্তব্যে কোতোয়ালী থানা সিপিবির সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাচারের টাকা ফেরত আনতে হবে। সাম্রজ্যবাদী ও আধিপত্যবাদী বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর পাশাপাশি তীব্র গণসংগ্রাম গড়ে তুলতে হবে।’
কোতোয়ালী থানা সিপিবির সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমন্ডলীর সদস্য ফরিদুল ইসলাম, সদস্য রেখা চৌধুরী ও রাশিদুল সামির এবং যুবনেতা অভিজিৎ বড়ুয়া।
সারাবাংলা/আরডি/এমও