Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের কল্যাণে উন্নয়ন করাটাই আওয়ামী লীগের লক্ষ্য’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১২:৫৭

ফাইল ছবি

ঢাকা: সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিচ্ছে মন্তব্য করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আওয়ামী লীগের রাখঢাক কিছু নেই এবং তথ্য ফাঁস হয়ে যাবে সেজন্য কোনো চিন্তা আমাদের নেই। আমরা যা করব সম্পূর্ণভাবে জনগণকে জানিয়ে, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনগণের কল্যাণে করাটাই আওয়ামী লীগের লক্ষ্য।’

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন এবং একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন’ এবং ‘তথ্য কমিশন ভবন’ উদ্বোধন করেন। এছাড়া ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিগত বছরগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৩ ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার চলছে। দেশে একটা স্থিতিশীলতা চলছে, যদিও এর মাঝে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, অগ্নিসন্ত্রাস অনেক কিছুই মোকাবিলা করতে হয়েছে। তারপরও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যহত থাকে, সেটাই আমরা চাই।’

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বার বার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই এই কাজগুলো (দেশের উন্নয়নে) আমরা করতে পেরেছি।’

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশে আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট ইকোনোমি হবে, স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট সরকার হবে। সেটা সামনে নিয়েই আমরা সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী এবং সমাজ এবং সরকার এবং দেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোন ক্ষুধা-দারিদ্র থাকবে না, ভূমিহীন মানুষ ঘর পাবে, প্রতিটি মানুষের জীবন মান উন্নত হবে। আমি এইটুকু চাই, আজকে আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠবে। সেটাই আমাদের লক্ষ্য।’

১৩ তলাবিশিষ্ট আধুনিক তথ্য কমিশন ভবনের উদ্বোধন প্রসঙ্গে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘তথ্য চাওয়া এবং তথ্য পাওয়া এটা জনগণের অধিকার। এটা আমরা নিশ্চিত করেছি। এখন মানুষ কোনো তথ্য চাইলে পেতে পারেন। কারণ আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আমরা যা করব সম্পূর্ণভাবে জনগণকে জানিয়ে, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে, জনগণের কল্যাণে করাটাই আওয়ামী লীগের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা যে সমস্ত কাজের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন আজ সেই কাজগুলি সফলভাবে করতে পারছি। আমি বিশ্বাস করি তিনি বেহেশত থেকে নিশ্চয়ই দেখবেন তার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দুঃখী মানুষ তাদের ঘর পাচ্ছে। দুই বেলা খাওয়া হচ্ছে। তাদের পরনে কাপড় আছে। তারা আরও উন্নত জীবন পাবে, সেই পদক্ষেপই আমরা নিয়েছি।‘

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ জনগণের কল্যাণ শেখ হাসিনা

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর