Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ২০ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৩:১২

ঢাকা: আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ আগস্ট) সচিবালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে ওইদিন বিকাল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশের আয়োজন করা হবে। সেখানে উদ্বোধন শেষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমআরটি লাইন-৬ এর ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৬.১৬ শতাংশ। তৃতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮.৫২ শতাংশ ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৯১.১৭ শতাংশ।

উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত যুক্ত হওয়ায় এর দৈর্ঘ্যতা বেড়ে যায় ২১.২৬ কিলোমিটার আর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এরমধ্যে জাইকা ১৯ হাজার ৭১৯ কোটি টাকা দিচ্ছে আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

এদিকে, এমআরটি লাইন-১ এর কাজও শুরু হয়েছে। আর এমআরটি লাইন-৫ এর কাজের উদ্বোধন করা হবে ১৫ সেপ্টেম্বর। এই পর্যায়ে সাভারের হেমায়েত পুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোর ১৩ কিলোমিটার পাতাল আর ৬.৫ কিলোমিটার হবে উড়াল। প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সাভারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

আগারগাঁও-ফার্মগেট ওবায়দুল কাদের মেট্রোরেল

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর