Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানে বসা নিয়ে তর্ক, চবি শিক্ষার্থীকে মারধর

চবি করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৯:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ‘ডাকাত’ প্রচার চালিয়ে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক দোকানি এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মারধরের শিকার শিক্ষার্থী শাহরিয়ার শাকিল চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রথমে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর সঙ্গে থাকা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব হাসান সারাবাংলাকে জানান, ‘রাতে শাকিল রেলক্রসিংয়ের একটি দোকানে যান। দোকানে বসলে দোকানদার অশোভনভাবে তাকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দোকানদার তাকে ডাকাত বলে রড দিয়ে মারধর শুরু করে। পরে আশেপাশের আরও কয়েকজন মারধরে যোগ দেয়।’

‘তার পায়ে রড ঢুকিয়ে দেওয়া হয়, ডানহাতে, মাথায় ও সারা শরীরের রড দিয়ে আঘাত করে। তার পায়ে, হাতে, কপালে জখম হয়েছে। মারধরের পর তার মোবাইল, মানিব্যাগ নিয়ে ফেলা হয়।’

জানা গেছে, অভিযুক্ত দোকানি রেলক্রসিং এলাকার মালেক স্টোরের সত্ত্বাধিকারী।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বলেছি প্রক্টর কার্যালয় ও থানায় অভিযোগ দিতে। হাটহাজারী থানার ওসিকেও আমি জানিয়েছি।’

অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম।

সারাবাংলা/এমএ/ইআ

চবি শিক্ষার্থী


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর