Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ফি দিতে পারবেন চবি শিক্ষার্থীরা

চবি করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২০:২০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ২০:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন। এজন্য সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় চবি উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

এসময় তিনি উপস্থিত ব্যাংক কর্মকতার্দের উদ্দেশে বলেন, ‘অতি দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে। তিএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন অংশীজনের নিকট থেকে স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন প্রকার ফি অনলাইনে আদায়ের সুবিধার্থে সোনালী ব্যাংক, পিএলসি’র সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি স্বাক্ষরিত হলো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন তাদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, হিসাব নিয়ামক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

সারাবাংলা /এমআর/এসআর

অনলাইনে ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর