Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১৬:২৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ওয়ারী থানার তাহেরবাগ এলাকায় স্নেহা আদ-দীন মেঘা (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২১আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে স্কুলছাত্রী মেঘার মা সায়মা জাহান নেছা জানান, তারা ঠাঁটারী বাজার তাহেরবাগের চার তলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। মেঘার বাবা মো. হানিফ চাঁন সৌদিআরব প্রবাসী। মেঘা ঠাঁটারী বাজার শহীদ স্মৃতি হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো। তিন বোনের মধ্যে মেঘা ছিল বড়। মেঘা মানসিক প্রতিবন্ধি ছিল।

তিনি জানান, দুপুরে মেঘাকে বাসায় রেখে ছোট মেয়ে জান্নাতেরর মাথার চুল কাটাতে এলাকার একটি সেলুনে নিয়ে যান। সেখান থেকে বাসায় ফিরে দেখেন মেঘা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। আশেপাশের লোকজনের সহায়তায় মেঘাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে মেঘা গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেনি স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ওয়ারী থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

আত্মহত্যা ওয়ারী রাজধানী স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর