ঢাকা: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী বেদিতে সোমবার (২১ আগস্ট) এই শ্রদ্ধা জানানো হয়।
দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবীর, মিনহাজ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, আব্দুল মালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাশেম, বাবুল সরকারসহ অন্যরা।