Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এস আলমের আলাদিনের চেরাগ’ অনুসন্ধানে স্থিতাবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ১৭:২২

ফাইল ছবি

ঢাকা: বিদেশে এস আলম গ্রুপের বিনিয়োগ বা অর্থ পাচার নিয়ে ওঠা অভিযোগসংক্রান্ত হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা (স্টেটাসকো) দিয়েছেন চেম্বার জজ আদালত। আগামী বছরের ৮ জানুয়ারি বিষয়টির ওপর আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করে দেওয়া হয়েছে।

ফলে এস আলম গ্রুপের বিদেশে অর্থ পাচারের অভিযোগের সত্যতা অনুসন্ধানের কার্যক্রম আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এস আলমের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে এস আলম গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি, আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। অন্যদিকে ছিলে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে গত ৬ আগস্ট বিদেশে এস আলম গ্রুপের বিলিয়ন ডলার অর্থপাচারের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

ওই দিন গত ৪ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন হাইকোর্টের ওই বেঞ্চের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে গত ৪ আগস্ট ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ‘এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

বিজ্ঞাপন

যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

অর্থপাচার আদালত এস আলম গ্রুপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর