Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু লোক জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ২০:২৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ ২১:৪৯

ঢাকা: ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ভারত সফরে থাকাকালে জাতীয় পার্টির (জাপা) ওই পদেই ঘোষণা হয়েছিল রওশন এরশাদের নাম। তা নিয়ে অবশ্য বিভ্রান্তিও রয়েছে। জি এম কাদের দেশে ফেরার পর সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘কিছু লোক পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে এসব করছেন।’

তিন দিনের ভারত সফর শেষে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশে ফিরেছেন জি এম কাদের। পরে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘উনি (রওশন এরশাদ) আমার বড় ভাবি। আমরা তাকে মায়ের মতো দেখি। তার অসুস্থতার দুর্বলতার সুযোগ নিয়ে কিছু লোকজন জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব করেছে। এতে জাতীয় পার্টি হেয় হয়েছে। চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ভারত সরকার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনের আগে ও পরে তারা কোনো সহিংসতা দেখতে চায় না।

ভারত সফরে কাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং কী আলোচনা হয়েছে- এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সে বিষয়ে কোনো কথা বলব না।

নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে জি এম কাদের বলেন, আমরা নির্বাচন বর্জনের কথা কখনো বলিনি। আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।

বিভিন্ন দলের মতদ্বৈততা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘এ বিষয়ে ভারতের বক্তব্য হচ্ছে, বিভিন্ন দলের মতদ্বৈততা এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। ভারত চায় আমরা যেনো আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করি। তারা বলেছে, জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন করতে পারলে তারা খুশি হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন:
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ
ভোটের দর কষাকষি: আসন চেয়ে রওশন গ্রুপের তালিকা আ.লীগ হাইকমান্ডে

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় পার্টি জি এম কাদের টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর