Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিকূল এলাকার কৃষির উন্নয়নে বেশি সহযোগিতা দরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৩ ২১:৪৫

ঢাকা: দেশের উপকূলীয়, হাওর, চরাঞ্চল ও পাহাড়িসহ বিভিন্ন প্রতিকূল এলাকার কৃষি ও কৃষকের উন্নয়নে আরও বেশি সহযোগিতার আহ্বান জানিয়েছিন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’র (ইফাদ) প্রতি এই আহ্বান জানান তিনি।

বুধবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইফাদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান কৃষিমন্ত্রী। ইফাদ-বাংলাদেশের সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ইফাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই নিবিড়। ইফাদ এদেশের কৃষিখাতের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে উপকূলের কৃষির উন্নয়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পটি খুবই সফল। উপকূলের পাশাপাশি হাওর, চরাঞ্চল ও পাহাড়িসহ বিভিন্ন প্রতিকূল এলাকায় এ প্রকল্পের সম্প্রসারণ প্রয়োজন।’

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা ৭২০০ কোটি টাকার পার্টনার প্রকল্প নিয়েছি। এতে বিশ্বব্যাংকের সঙ্গে ইফাদেরও অর্থায়ন রয়েছে। এই প্রকল্পটি কৃষির উন্নয়ন ও রূপান্তরে বিরাট ভূমিকা রাখবে ও এটি একটি মাইলফলক হয়ে থাকবে। অনেক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার মধ্যে আমলাতান্ত্রিক মানসিকতা রয়েছে। তবে ইফাদ এক্ষেত্রে ব্যতিক্রম।’

অনুষ্ঠানে ইফাদের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউন, কান্ট্রি ডিরেক্টর আর্নো হামিলিয়ার্স প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে কাজ করছে ইফাদ। বিগত ৪৫ বছরে সংস্থাটি বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসাবে ২ হাজার ৬২৬ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর