Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ১৩:৪৩

খুলনা: খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমা (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলনা সিভিল সার্জন অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (২৩ আগস্ট) রাতে জেলার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাগেরহাটের মোংলা উপজেলার আমরাতলা এলাকার ইউনুস আলীর মেয়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর বাড়ি ফিরেছেন ১৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন কিশোরী।

খুলনা সিভিল সার্জন অফিস বলছে, বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৮৮ জন রোগী। চলতি বছরে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯৫৩ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন চারজন।

সারাবাংলা/এনইউ

কিশোরী খুলনা ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর