চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা লাইটারেজ জাহাজের সঙ্গে আটকানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) রাতে নগরীর সদরঘাট লঞ্চঘাট সংলগ্ন মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, নদীতে নোঙর করা ‘বে থ্রি গোল্ডেন এশিয়া’ নামে একটি লাইটারেজ জাহাজের সঙ্গে লাশটি আটকে পানিতে ভাসছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিয়ে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ বছর বয়সী এ যুবকের পরিচয় জানা যায়নি।
যুবকের পরনে ছিল কালো গোল গলা গেঞ্জি ও জিন্স প্যান্ট। উদ্ধার করা লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডিকে নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।